বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হতাশা থেকে ব্যবসায়ীর আত্মহত্যা: পুলিশ

প্রকাশিত : ০৫:০৫ পূর্বাহ্ণ, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শেরপুরে মাযহারুল ইসলাম জিহান (২২) নামে এক ব্যবসায়ী হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে শহরের চক বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং মা ইলেকট্রনিক্সের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে ফোন করে। কিন্তু ফোন বাজলেও জিহান ফোন রিসিভ করছিল না। বুধবার ভোরে স্বজনরা তাকে খুঁজতে দোকানে আসেন। এসময় ফের ফোন দিলে দোকানের ভেতর থেকে রিং টোন বেজে উঠে। অনেক ডাকাডাকি করার পর কোন শব্দ না পেয়ে সাটার ভেঙ্গে দোকানে ঢুকে স্বজনরা দেখেন বিদ্যুতের তার গলায় পেঁচানো অবস্থায় ঝুলে আছে জিহান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনের ক্ষোভে দুঃখে হতাশা থেকে জিহান আত্মহত্যা করেছেন। হতে পারে নারী ঘটিত কিংবা কারো সঙ্গে বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT