বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দাম কমল ভরিতে যত

প্রকাশিত : ০৯:২১ অপরাহ্ণ, ৬ জুলাই ২০২২ বুধবার ৩৮৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

স্বর্ণের দাম কমেছে দেশের বাজারে। সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, স্বর্ণের এই নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ভরি কিনতে হবে ৭৮ হাজার ৩৮২ টাকা।এই মানের স্বর্ণ বুধবার বিক্রি হয় ৭৯ হাজার ৫৪৮ টাকায়।

২১ ক্যারেট ৭৪ হাজার ৮৮৩ টাকা, যা বুধবার পর্যন্ত বিক্রি হয় ৭৫ হাজার ৯৩৩ টাকায়।

আর ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা, যা বুধবার পর্যন্ত ৬৫ হাজার ৮৫ টাকায় বিক্রি হয়।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম পড়বে ৫৩ হাজার ৪৭৯ টাকা, বুধবার পর্যন্ত ছিল ৫৪ হাজার ২৩৮ টাকা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT