‘সেইফ এক্সিট’ চাইলে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিন: সরকারকে ফখরুল
প্রকাশিত : ০৬:২৩ পূর্বাহ্ণ, ১৪ মে ২০২৩ রবিবার ১৮৮ বার পঠিত
‘সেইফ এক্সিট’ চাইলে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিতে আওয়ামী লীগ সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যারা সরকারে আছেন, যারা সরকার চালাচ্ছেন, এখনো সময় আছে আপনারা মানুষের ভাষা বুঝতে শিখুন, চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনারা অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। এ কথা আমরা বারবার বলেছি, আবারো বলছি- পদত্যাগ চাই। যদি ‘সেইফ এক্সিট’ চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি বলেন, আজকে সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। কথা খুব পরিষ্কার। এটি দেশে-বিদেশে আজকে প্রতিষ্ঠিত সত্য যে, হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেব না। সাফ কথা।
এ সময় বিএনপির মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কি এই সরকারের অধীনে নির্বাচন দেখতে চান। তখন নেতাকর্মীরা ‘না’ সূচক জবাব দিলে তিনি বলেন, তাহলে কিন্তু নির্বাচন রুখে দিতে হবে। শুধু দেখতে চাই না বললে হবে না।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন এ দেশের মানুষ রুখে দেবে- এই কথা বললে সরকার বলে আমরা নাকি নির্বাচনের বিরুদ্ধে আছি। কখনোই নয়। আমরা নির্বাচন চাই। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। কিন্তু আমরা সত্যিকার অর্থেই জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।