ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী উপহার দিয়েছে আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)।
মঙ্গলবার রিহ্যাব সবিচালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার এ সহায়তা বিতরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল দুই কেজি, এক লিটার সয়াবিন তেল, সেমাই এক কেজি, এক কেজি করে চিনি, মসুর ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও এক প্যাকেট গুঁড়াদুধ।
অনুষ্ঠানে রিহ্যাবের নেতারা জানান, এবার ইফতার মাহফিল না করে সেই টাকা দুস্থ ও অসহায় মানুষদের দান করে দিতে সবার প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ বছর ইফতারির আয়োজন না করে সেই অর্থ বিভিন্ন মসজিদ, এতিমখানা, হতদরিদ্র ও গরিব মানুষের মাঝে বিতরণ করে রিহ্যাব। মসজিদ ও এতিমখানায় ৫০ হাজার থেকে এক লাখ করে টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, রিহ্যাব পরিচালক ডা. এ এফ এম কামাল উদ্দিন, রোটারিয়ান এস এম এমদাদ হোসেন, মো. সুলতান মাহমুদ, কামরুল ইসলাম ও মাসুদ মনোয়ার প্রমুখ।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT