শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুকুক বন্ড শেয়ারবাজারে বেচাকেনা করা যাবে

প্রকাশিত : ১০:০৮ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার ১৪৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশে প্রথমবারের মতো শরিয়াহভিত্তিতে পরিচালিত সুকুক বন্ড শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে লেনদেন করা যাবে। ফলে এই বন্ডের দাম এখন বাজারই নির্ধারণ করবে। এই বন্ডের ক্রেতারা সেকেন্ডারি মার্কেটে মেয়ার বিক্রি করে নগদ অর্থ তুলে নিতে পারবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তবে কবে থেকে লেনদেন করা যাবে সেটি নির্ধারণ করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২০ ও ২০২১ সালে দুই দফায় সরকার ৮ হাজার কোটি টাকার সুকুকের সার্টিফিকেট বিক্রি করে বিনিয়োগকারীদের কাছে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এগুলো বিক্রি করা হয়। এর অর্থ ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ বাস্তবায়নে অর্থায়ন করা হয়। পাঁচ বছর মেয়াদি এ বন্ডে বিনিয়োগ থেকে বছরে আসবে ৪ দশমিক ৬৯ শতাংশ মুনাফা।

শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি যে সুকুক (ইজারা সুকুক) ইস্যু করা হয়, তা এতদিন কেবলমাত্র অভিহিত মূল্যে ক্রয়-বিক্রয়যোগ্য ছিল। প্রসপেক্টাসে বর্ণিত শর্তানুসারে প্রকল্পের এক-তৃতীয়াংশ বাস্তবায়ন হওয়ায় সুকুকটি সম্মত মূল্যে সেকেন্ডারি মার্কেটে কেনাবেচা করা যাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT