সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত : ০৯:২৩ পূর্বাহ্ণ, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ৬৯ বার পঠিত
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলীর আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
রোববার দুপুরে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে পৌঁছলে জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান রাষ্ট্রদূত।এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে এক আন্তরিকতাপূর্ণ পরিবেশে বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর হেড অব পলিটিক্যাল জিও ভ্যানেটি এবং লোকাল পলিটিক্যাল অফিসার খালেদ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।