সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন
প্রকাশিত : ০৯:২২ পূর্বাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ১০ বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বর্তমানে তারা বিজিবি হেফাজতে রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশুসহ মোট ১২ জনকে ভারতীয় দিক থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা হয়। এ সময় বিজিবির টহলদল তাদের উদ্ধার করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।