বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে চোরাকারবারিদের গুলিতে ২ বিজিবি সদস্য আহত

প্রকাশিত : ০৮:২৯ পূর্বাহ্ণ, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার ৮৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারী দলের গুলিতে দুইজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র এলাকায় নাফ নদীর সীমান্তে রহমানের খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (০৫ জুন) দুপুরে কে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

বিজিবি’র অধিনায়ক জানান- টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে রহমানের খাল নামক স্থানে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারীর দল কর্তৃক বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি’র টহলদল সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। সশস্ত্র চোরাকারবারী দলের গুলিতে বিজিবি সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবি’র টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারীরা ফায়ার করতে করতে রাতের অন্ধকারে নাফ নদী দিয়ে মায়ানমার সীমান্তের ভিতরে চলে যায়। বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দু’জন সম্মিলিত সামরিক হাসপাতাল, রামু সেনানিবাসে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT