সিলেট ও রাজশাহীতে মেয়র প্রার্থী ১৫ কাউন্সিলর ৫৪৬
প্রকাশিত : ০৬:৫৮ পূর্বাহ্ণ, ২৪ মে ২০২৩ বুধবার ১২৮ বার পঠিত
সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে দুই সিটিতে মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। আর ৫৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর পদে।
সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচনে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও দোয়া মাহফিল শেষে উৎসবমুখর পরিবেশে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। একাধিক প্রার্থী মঙ্গলবার সকালেও মাজার জিয়ারত করেন। অনেকে নির্বাচন অফিসে যাওয়ার আগে নিজ বাড়ি বা স্থানীয় মসজিদে আয়োজন করেন দোয়া মাহফিলের। কেউ কেউ জিয়ারত করেন মা-বাবার কবর। পরে কর্মী-সমর্থক ও আত্মীয়স্বজন নিয়ে মনোনয়নপত্র জমা দেন মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। সংরক্ষিত ওয়ার্ডের ১৪ কাউন্সিলর পদে ৯৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৮৯ জন। সাধারণ ওয়ার্ডের ৪২ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ২৮৭ জন।
গতকাল শেষ দিন মেয়র পদে মনোনয়ন দাখিলকারীরা হচ্ছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা। আগের দিন মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুননূর তালুকদার।
এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিশাল শোডউন করে মনোনয়ন জমা দেন। সকালে নগরীর চালিবন্দরের বাড়িতে তিনি দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া শেষে বেলা পৌনে ১২টায় শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে নগরীর মেহেদীবাগে আঞ্চলিক নির্বাচন অফিসে যান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের কাছে মনোয়ন জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সজাত আলী রফিক, বিজিত চৌধুরী, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মুস্তাক আহমদ পলাশ, আব্দুর রহমান জামিল, অ্যাডভোকেট রনজিৎ সরকার, ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ প্রমুখ। সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১ জুন ইভিএমে হবে। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। মোট ১৯০ কেন্দ্রে এক হাজার ৩৬৪ ভোটকক্ষে ভোট নেওয়া হবে।
এদিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২১ জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চারজন মেয়র পদে এবং ১৭০ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সাধারণ পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচনের রিটার্নিং কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেন চারজন প্রার্থী। এর মধ্যে ২১ মে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, শেষ দিন মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম এবং দুপুরে জাকের পার্টি সমর্থিত লতিফ আনোয়ার মনোনয়নপত্র জমা দেন।
তিনি বলেন, নগরীর ৩০ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন ১৪২ জন। এর মধ্যে জমা দেন ১২৪ জন। এছাড়া সংরক্ষিত ১০টি নারী আসনের জন্য মনোনয়নপত্র উত্তোলন হয় ৪৭টি, জমা হয়েছে ৪৬টি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এবার সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩টি কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।