রবিবার ১৯ অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আরিফের বাসার গেটে ককটেল মেরে ক্যামেরা ট্রায়াল!

প্রকাশিত : ০৯:১২ পূর্বাহ্ণ, ২২ নভেম্বর ২০২৩ বুধবার ১৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার গেটের সামনে রহস্যজনক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিন সদস্যের একটি টিম এ ঘটনা ঘটায়। তারা বিস্ফোরণের সময় মোবাইল ক্যামেরায় এ দৃশ্য ধারণ করে ক্যামেরা ট্রায়ালও দেয়!

তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফের দাবি, এটা সুপরিকল্পিত। কারো না কারো নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। হেলমেট ছাড়াই তারা এ ঘটনা ঘটানোর সাহস করার মানেই হল তারা নিশ্চিত এজন্য কোনো জবাবদিহি করতে হবে না। গেট খোলা থাকলে হয়ত বাসার ভেতরেই হামলা চালাত তারা।

আরিফুল হক চৌধুরীর স্বজনরা জানান, রাত ৮টা ৯ মিনিটের সময় ৩ জনের একটি গ্রুপ হেঁটে বাসার ফটকের অদূরে সীমানা গেটের সামনে আসে। এরপর গেটের উপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত পালিয়ে যায়। এরপর তারা গেটের অদূরে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আরিফুল হক চৌধুরী বাসায় অবস্থান করছিলেন। তবে ঘটনায় জড়িত কাউকে তারা কেউ চিনতে পারেননি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সহ অন্যান্য কর্মকর্তারা।

ঘটনার সিসিফুটেজ দেখে তিনি জানান, হামলাকারীরা তিনজন ছিল। এর মধ্যে একজনের হাতে মোবাইল ক্যামেরা ছিল। বাকি দুজন ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় একজন ক্যামেরাবন্দি করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT