রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিএইচডিইউতে মির্জা ফখরুল, রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬:৪৫ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার ১৬৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএইচডিইউ’তে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ সোমবার দুপুরে হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বিশেষ করে ওনার (মির্জা ফখরুল) চিকিৎসক ডা. মমিনুজ্জামান দেখেছেন।

বিএনপির এই নেতা আরও বলেছেন, আপাতত সিএইচডিইউ’তে অবজার্ভেশনের জন্য রাখা হয়েছে। এখানে রাখার পর ওনার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। রিপোর্ট দেখে পরবর্তীতে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হবে।

এর আগে প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর অসুস্থবোধ করায় আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিবকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দু’জনই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT