সামরিক শাসনের আশঙ্কা করছেন বিলাওয়াল ভুট্টো
প্রকাশিত : ১০:১৫ অপরাহ্ণ, ৫ এপ্রিল ২০২৩ বুধবার ১৩৮ বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলার শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করা না হলে দেশে জরুরি অবস্থা বা সামরিক শাসন জারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
করাচি পুলিশ অফিসে সন্ত্রাসী হামলায় নিহত কনস্টেবল গুলাম আব্বাস লেঘারির বাসভবন পরিদর্শনের সময় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান এ আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী, রেঞ্জার্স, পুলিশ এবং এলইএ দেশে সন্ত্রাসবাদ নির্মূল করেছে। ওই সব বাহিনীর সদস্যদের আত্মত্যাগের বিনিময়ে দেশে আজ শান্তি বিরাজ করছে। কিন্তু ‘মূর্খ’ ইমরান খান দেশে সন্ত্রাসবাদের প্রচার করেছেন। তিনি আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের এ দেশে আনছেন।
এছাড়াও পিটিআইয়ের নীতিমালাও দেশে সন্ত্রাসীদের নেটওয়ার্ককে শক্তিশালী করতে কাজ করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























