রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সিইসি ও কমিশনারদের সঙ্গে সংলাপে বসছে ইসি

প্রকাশিত : ০৫:৩১ পূর্বাহ্ণ, ২ জুন ২০২২ বৃহস্পতিবার ১৭৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপে বসবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। ১২ জুন তাদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গেও সংলাপ করবে কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, আগের সংলাপের ধারাবাহিকতায় সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই এ সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হবে।

জানা যায়, সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের মধ্যে যারা বেঁচে আছেন, তাদের সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। তাদের সঙ্গে নির্বাচন কমিশনের সাবেক সচিব ও কর্মকর্তাদেরও ডাকা হবে। এ সংলাপে কোনো এজেন্ডা রাখা হয়নি। এর আগে ৯ জুন নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বসবে ইসি। নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যাবেক্ষক সংস্থার মধ্যে সক্রিয় রয়েছে এমন ৩০ থেকে ৩৫টি সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।

এর আগে নির্বাচন কমিশন ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল। কমিশন সেসব আমলে নিয়ে ইতোমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT