শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সহকারী পুলিশ কমিশনার ইফতেখারের সন্ধান চেয়ে স্ত্রীর চিঠি

প্রকাশিত : ০৮:২৯ পূর্বাহ্ণ, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার ৯১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখার মাহমুদের খোঁজ মিলছে না। গত ছয়দিন ধরে নিখোঁজ তিনি। এসি ইফতেখার মাহমুদের সন্ধান চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন তার স্ত্রী সাবা তাহসিন।

জানা যায়, গত ২২ আগস্ট সাড়ে ১০টার দিকে ড্রাইভারসহ গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইফতেখার মাহমুদ। এরপর ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর তার স্ত্রী সাবা তাহসিন স্বামীর সন্ধান চেয়ে চিঠি দেন।

চিঠির বিষয়ে জানতে চাইলে বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, তার স্ত্রীর চিঠি পেয়েছি। আমরা ইফতেখারের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি।

ইফতেখারের স্ত্রী সাবা তাহসিন চিঠিতে লিখেছেন, গত ২২ আগস্ট একটি ফোনকল আসায় ইফতেখার বাসা থেকে গাড়ির চালকসহ বেরিয়ে যান। এরপর চালক তাকে পুরোনো বিমানবন্দর তেজগাঁও এলাকায় নামিয়ে দেয়। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইলে অফিসিয়াল নম্বরসহ কোথাও পাওয়া যায়নি। সব ধরনের যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT