রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার নিজেদের পতনের ধ্বণি শুনতে পাচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার ১৭২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের নিজেদের পতনের ধ্বণি শুনতে পাচ্ছে। আর এজন্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতারের হিড়িক শুরু করেছে।

বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে আইনের শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। স্বাধীন দেশে গণতন্ত্রকে কবর দিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। মানুষ এক ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন যাপন করছে। কিন্তু জনগণের প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।

বুধবার থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, বাসায় বাসায় হানা ও হয়রানীর অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, নজিরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের যে উত্থান ঘটেছে তাতে দিশেহারা হয়ে পড়েছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তাই মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বেপরোয়াভাবে জুলুম-নির্যাতন চালানো শুরু করেছে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় রংপুর জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলার সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ এখন চরম দুর্ভোগে নিপতিত। আর তখনই কর্তৃত্ববাদী আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করতে সাঁড়াশী অভিযান শুরু করেছে।

বুধবার থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জাহান জাহান, দারুস সালাম থানাল সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ১১ নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া পাভেল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (গংগা), ২০ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক চন্দন ও পল্টন থানা শ্রমিক দলের আহবায়ক আবু তাহেরকে গ্রেফতার ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজসহ অনেক নেতাকর্মীদের বাসায় বাসায় গ্রেফতারের উদ্দেশ্যে হানা দিচ্ছে পুলিশ। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ইতোপূর্বে মিথ্যা মামলায় আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দফতর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ খানকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাঁদপুর জেলা কারাগারে কারান্তরীণ রাখা হয়েছে। অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশী অভিযান ও হয়রানী বন্ধের আহবানও জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT