মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

সব নদ-নদী ঘিরে হবে ব্লু-নেটওয়ার্ক

প্রকাশিত : ০৬:৩৪ পূর্বাহ্ণ, ৬ অক্টোবর ২০২৪ রবিবার ৬৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা শহর ও জেলার আওতাধীন সব নদ-নদী ও খাল দখল-দূষণমুক্ত করে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে ঢাকা জেলা প্রশাসন। এলক্ষ্যে রাজউকের মাস্টারপ্ল্যানের ব্লু-নেটওয়ার্ক পরিকল্পনাকে বেজ ধরে আশপাশের এলাকার জন্য পরিকল্পনা তৈরি করতে চায়। কর্মপরিকল্পনা ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে চায়।

শনিবার পুরান ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলো অবৈধ দখল ও দূষণ মুক্তকরণ এবং যথাযথ সংরক্ষণের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় এই ধারণা আলোচনা করা হয়। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে ওই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় আলোচনা হয়, ঢাকা জেলার আওতায় ২১৩টি খাল ও ২০টি নদ-নদী শিরা-উপশিরার মতো ছড়িয়ে রয়েছে। নানামুখী দখল-দূষণের কারণে এসব অস্তিত্ব হারাচ্ছে। যার ফলে জলজট, জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিবেশ বিপর্যয় ঘটছে। এ অবস্থার উত্তরণে নদ-নদী ও খালগুলোর দখল-দূষণ ও সংরক্ষণে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। যার মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। আরও বলা হয়, নদ-নদী ও খালগুলোকে প্রথমে দখল ও দূষণমুক্ত করা হবে। এরপরে সেসব টেকসই সংরক্ষণের ব্যবস্থা করা হবে। জলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে নদ-নদী এবং খালগুলোকে টেকসই দখল ও দূষণমুক্ত করা সম্ভব হবে। সেজন্য সরকারের নির্দেশনার আলোকে ব্লু-নেটওয়ার্ক তৈরির কথা বিশেষভাবে ভাবা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত কর্মশালায় জানান, ঢাকা জেলায় বর্তমানে ২০টি নদ-নদী রয়েছে। সেগুলো হলো-আদি বুড়িগঙ্গা, বালু, বংশাই, বংশী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালি, ইছামতি, ইলিশমারী, জয়পাড়া, কালীগঙ্গা, কর্ণতলী, পদ্মা, শিং, শীতলক্ষ্যা, তুলসীখালী, টঙ্গী, তুরাগ, নুরানী গঙ্গা এবং নড়াই। একই সঙ্গে নদ-নদীগুলোর বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায় বিষয়ে পরামর্শ দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধি প্রকৌশলী মাশরেকুল আরেফিন জানান, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বুড়িগঙ্গায় ১ হাজার ১১৭, তুরাগে ২ হাজার ৪১, বালুতে ৬৫৬, শীতলক্ষ্যায় ১ হাজার ৬৪০ এবং ধলেশ্বরীতে ১৫৮টি পিলার স্থাপন করেছে। তবে বিভিন্ন বাধার কারণে বুড়িগঙ্গা ও তুরাগে ১৬৪টি নির্মাণ করা যায়নি এবং পরিকল্পনা অনুযায়ী আরও বেশকিছু স্থানের পিলার স্থাপন কাজ বাকি রয়েছে। সব পিলার স্থাপন শেষ হলে এর সংখ্যা দাঁড়াবে ৭ হাজার ২০০টি।

ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ চৌধুরী জানান, ঢাকার খালগুলোয় নানা ধরনের দখলদারত্ব চলছে। ইতোমধ্যে তার নেতৃত্বে ৫০টি খালের চিত্র বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছেন। আর বাকিগুলোর তৈরির কাজ চলছে।

ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈন বলেন, প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে চলতে দিতে হয়। চলাচল বাধাগ্রস্ত করলে নানা বিপত্তি ঘটে। নদ-নদী ও খালের সমস্যা সমাধানে রুটে যেতে হবে। সঠিকভাবে কাজ করলে ঢাকা জেলার নদ-নদী ও খালগুলোর সমস্যা সমাধান করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, পরিবর্তিত সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হচ্ছে।

এরপরও আমরা জনস্বার্থ ও পরিবেশ উন্নয়নের ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। কর্মশালা আয়োজনের মাধ্যমে সবার মতামত নেওয়া হলো। এর আলোকে কর্মপরিকল্পনা করে ধাপে ধাপে তার বাস্তবায়ন করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT