মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করব: প্রধান বিচারপতি

প্রকাশিত : ০৯:৪৩ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১০৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশের ২৪তম প্রধান বিচারপতি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার যে অবদান সে অবদান থেকে জাতি কখনো বিচ্যুত হবে না। পৃথিবীতে বাঙালি জাতি রাষ্ট্র একটি, সেটি বাংলাদেশ। আর সেই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদেরকে দেশ দিয়ে গেছেন, আমাদেরকে এই দেশ পরিচালনা করার জন্য দিয়ে গেছে একটি সংবিধান।

তিনি আরও বলেন, এই সংবিধান সংরক্ষণ করব, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং সেই লক্ষ্যে আমার সহকর্মী বিচারপতিদের সঙ্গে নিয়ে একসঙ্গে একযোগ কাজ করব যাতে বঙ্গবন্ধুর আদর্শ ও তার নির্দেশিত পথে আমরা থাকতে পারি। বাংলাদেশকে সাংবিধানিক পথে, আইনের শাসন প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যেতে পারি।

পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে এক মাহফিলে অংশ নেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহীম, বোরহান উদ্দিন, মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের নাঈমা হায়দার, মামনুন রহমান, মো. জিয়াউল করিম, মো. হাবিবুল গনি, মো. বশিরুল্লহ, মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ভুঁইয়া, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজি মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফাসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT