সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র রুখে আগামী নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন শ্রমিকরা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:২৪ পূর্বাহ্ণ, ২ মে ২০২৩ মঙ্গলবার ১৯৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শ্রমিকেরা বিরোধীদের সব ধরনের ষড়যন্ত্র রুখে আগামী জাতীয় নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার বিকেল জেলা প্রশাসন ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শ্রমিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসলে অনেকেই ষড়যন্ত্র করবে। কারণ নির্বাচন যাতে সঠিকভাবে না হয়, উন্নয়ন যাতে ব্যাহত হয়, কষ্ট করা দরিদ্র মানুষ, যাতে আরও কষ্ট করে। এ ধরনের কাজ অনেকে করছে, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মী এবং প্রশাসন আপনাদের পাশে আছে। আওয়ামী লীগের উন্নয়ন, নৌকার উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেভাবে কাজ করবেন। শ্রমিকের কথা ভেবে, সরকার বিভিন্ন সময়ে অনুদান ও খাদ্য সহায়তা করেছে এবং সহায়তা করে আসছে। সেই অসহায় ও দরিদ্র শ্রমিকের বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছে সরকার।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো.রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম ও জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো.হানিফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে শ্রমিকরা রক্ত দিয়ে ও ঘাম ঝড়িয়ে এদেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পর রক্ত দিয়ে ও ঘাম ঝড়িয়ে এদেশের উন্নয়নও করে যাচ্ছেন। এতে করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে শ্রমিকরা। এই চলমান উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সে বিষয়ে আপনাদের (শ্রমিক) সজাগ ও সর্তক থাকতে হবে।

তিনি আরও বলেন, আর কয়েকমাস পরে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে আপনাদের (শ্রমিক) বলিষ্ঠ ভূমিকা আশা করি। যেভাবে বিগত দিনে শ্রমিকেরা বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। কারণ আমরা জানি শ্রমিক ভাইয়েরা শক্তির উৎস। শ্রমিক ভাইয়েদের সামনে দাঁড়ানোর সাহস আছে। কাজেই আগামী জাতীয় নির্বাচনে আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সব ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT