শ্রমিক সুরক্ষায় মিয়ানমারের ওপর আসিয়ানের হস্তক্ষেপ দাবি
প্রকাশিত : ০৪:৫৩ পূর্বাহ্ণ, ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ৮৭ বার পঠিত
মিয়ানমার চলমান যুদ্ধে শ্রমিকদের ওপর সামরিক আইন ও কারখানাগুলোতে শ্রমিক নিপীড়ন বেড়েই চলছে। তাদের ট্রেড ইউনিয়নের হাজারো নেতাকর্মীকে জান্তা বন্দি করেছে। ওই দেশের শ্রমিক অধিকার সুরক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) হস্তক্ষেপ দাবি করেছেন ১০টি সংগঠনের সমন্বিত জোট ‘এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার জোটের আয়োজনে সমাবেশে নেতারা দাবি জানান। সমাবেশে বক্তৃতা করেন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন সেন্টারের সভাপতি ইদ্রিস আলী, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের রকিবুল ইসলাম সুমন প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।