বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট দেশই স্বাধীনতা দিবসের অঙ্গীকার: এস এম কামাল

প্রকাশিত : ০৫:৪৯ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ৯০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশের স্বাধীনতা এক ও অভিন্ন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কর্মসূচি দেওয়ার পর বাংলাদেশ যখন অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াচ্ছিল তখন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়ানক খুনি মোশতাক-জিয়া চক্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তাই বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করে যেতে পারেননি।

তিনি বলেন, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়ার নিশ্চয়তায় ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে আজকের বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এবং ২০৪১ সালে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত- সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ।

কামাল হোসেন বলেন, আজকে জনগণের সঙ্গে বিএনপি প্রতারণা করছে, তামাশা করছে। ২০০১ সালে বিএনপি আমেরিকা ও ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে পাকিস্তানের আইএস আই এর কাছ থেকে টাকা নিয়ে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছিল। সেই সময় বিএনপি সবচেয়ে বেশি প্রতারণা তামাশা করেছিলেন জনগণের সঙ্গে। বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশকে জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছিল, সন্ত্রাসের বাংলাদেশ বানিয়েছিল, খুনিদের বাংলাদেশ বানিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT