রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শীতকালে মিষ্টি আলু কেন খাবেন?

প্রকাশিত : ০৯:৪৬ পূর্বাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মিষ্টি আলু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই সবজি প্রচুর পুষ্টিগুণসম্পন্ন। শীতে অনেকেই ঠন্ডা-কাশির সমস্যায় ভোগেন। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মিষ্টি আলু খেতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি, পটাশিয়াম থাকে। এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এই সময় মিষ্টি আলু খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

রক্তে শর্করার মাত্রা ঠিক রাখবে : মিষ্টি আলুতে প্রাকৃতিক মিষ্টি থাকে। যা রক্তে শর্করার মাত্রা বজায় রাখে। এ কারণে ডায়াবেটিস রোগীরা নিয়মিত মিষ্টি আলু খেতে পারেন। তবে এটি সিদ্ধ করে খেলে বেশি পুষ্টিগুণ পাওয়া যায়। তেল দিয়ে না ভেজে খাওয়াই ভালো।

পরিপাকতন্ত্র ভালো থাকবে: মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। তাছাড়াও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। এতে হজম ক্ষমতাও বাড়বে। এ কারণে প্রতিদিন মিষ্টি আলু খেতে পারেন।

দৃষ্টিশক্তি বাড়বে: নিয়মিত মিষ্টি আলু খেলে দৃষ্টিশক্তি বাড়বে। যদি আপনি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে অবশ্যই মিষ্টি আলু খাবেন। এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে।

কীভাবে খাবেন : আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। চাইলে সামান্য লবণ, আর লেবু মিশিয়েও খেতে পারেন। সকালে কিংবা সন্ধ্যায় হালকা নাশতা হিসেবেও খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT