শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শপথ শেষে উপদেষ্টা রিজওয়ানা বললেন, ‘সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব’

প্রকাশিত : ০৭:০১ পূর্বাহ্ণ, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার ৯৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ দিন বিনা ভোটে ক্ষমতায় থেকে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি) উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ শেষে সৈয়দা রিজওয়ানা হাসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সব সময়ই দায়িত্ব পালনরত ছিলাম। এখনো দায়িত্ব পালনরত আছি। এখনকার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় একটি শপথ নিতে হয়েছে। আর এর আগে নিজের বিবেকের কাছে শপথ নিয়েছিলাম। শপথও ছিল, দায়িত্বও ছিল। আগে যেমন ছিলাম, সে রকমই থাকব। আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব, ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT