লেবাননে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিহর আলি আল-তাহের ও আপার নাবাতিহ এলাকায় এ হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। খবর: আল জাজিরা।
এক বিবৃতিতে বলা হয়েছে, মিফদুনের দারব আল-কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে বিস্ফোরণ ঘটেনি।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক ঘাঁটি। সেখানে সামরিক কার্যকলাপ শনাক্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি অবস্থান দখল করে রেখেছে। দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনো তা হয়নি। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে শনিবার (৩০ আগস্ট) লড়াই চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হন। নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া এটি ৯০০তম ইসরায়েলি সেনার মৃত্যু।
আইডিএফ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত নিজ বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT