বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রোববার থেকে চলবে মৈত্রী এক্সপ্রেস

প্রকাশিত : ০৯:০৩ পূর্বাহ্ণ, ২৩ জুন ২০২৪ রবিবার ৯৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে মৈত্রী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় তিনটি ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।

গত ১৪ জুন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলাচলকারী এই ট্রেন রোববার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু হ‌চ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। এই ট্রেন দুইটি গত ২১ জুন থেকে চলাচল শুরু করে।

ঈদযাত্রা কাটিয়ে রোববার থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস চলাচল হলে আবারও বাংলাদেশ ভারতের মধ্যে পুরোদমে চালু হবে রেল যোগাযোগ।

উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT