সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে শ্রমিক, দিনে পুলিশ!

প্রকাশিত : ০৯:৪৯ পূর্বাহ্ণ, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার ১৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর উত্তরায় পুলিশ পরিচয়ে প্রতারণার সময় মো. নাসির ফকির নামে (৩৭) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উত্তরার ৭ নম্বর সেক্টরের মাস্কট প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার আরোয়াকান্দি গ্রামের জব্বার চুন্নু ফকিরের ছেলে।

জানা যায়, নাসির ফকির পেশায় গার্মেন্টস কর্মী। সে পকেটে পুলিশের ড্রেস পরা ছবি এবং কোমড়ে ওয়াকিটকি রেখে নিজেকে সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিকালে মাইনুল ইসলামের নামের এক ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে নাসির নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তির গতিরোধ করেন এবং অযথা ব্যাগ তল্লাশি করতে থাকেন। ভুক্তভোগীর কাছে তল্লাশির বিষয়টি সন্দেহজনক মনে হলে এ সময় তিনি উপস্থিত পুলিশের একটি দলকে ঘটনাটি খুলে বলেন। পরে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে নাসিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন।

ওসি জানান, গ্রেফতার নাসির আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ডিউটি রাতে। সারাদিন তার কাজ থাকে না। তাই দিনের বেলা তিনি পুলিশ সেজে ঘুরে বেড়ান। এজন্য কোমড়ে একটি ওয়াকিটকি রাখেন। মানিব্যাগে পুলিশের ইউনিফর্ম পরা ছবি রাখেন।

তিনি আরো জানান, সহজ সরল কাউকে পেলে নাসির নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করেন। এরপর বিভিন্ন হুমকি দিয়ে তাদের টাকা মানিব্যাগ হাতিয়ে দেন। এর আগেও তিনি একই অপরাধে মিরপুরে গ্রেফতার হয়েছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT