রবিবার ১৯ অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীসহ সারাদেশে ৯ গাড়িতে আগুন

প্রকাশিত : ০৬:৫৮ অপরাহ্ণ, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সারাদেশের বিএনপি-জামায়াতের অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেন দলটির নেতারা। বৃহস্পতিবার সকালেও রাজধানীতে মিছিল করেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরাও মিছিল করেন। এ চাড়া দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়।

এদিকে দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ৯টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী : রাত ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান (২৬) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন।

বাড্ডা : রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসের এক যাত্রী বলেন, বাসটি গাবতলী থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিল। আমি বাসের সামনের দিকে দ্বিতীয় সিটে বসা ছিলাম। উত্তর বাড্ডা আসার পর পেছন থেকে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। মুহূর্তেই দেখি— বাসের পেছন দিক দিয়ে আগুন জ্বলছে আর পুরো বাসে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

মানিকনগর : গতকাল বিকেলে রাজধানীর মানিকনগরে চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর : সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

কাভার্ডভ্যানের চালক মো. সুমন জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় বড়পুশিয়া এলাকায় এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে। এরপর ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে ফেলে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পশ্চিম দিকে চলে যায়।

এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

সিলেট : সিলেটের বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের মহাসড়কে ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ডভ্যান দাঁড় করিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা চালককেও মারধর করে।

রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন।

আশুলিয়া : আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের পেছনের পাঁচটি সিট আগুনে পুড়ে যায়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT