সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত : ০৯:০৬ পূর্বাহ্ণ, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার ১০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।তার নাম মো. সালাউদ্দিন (৩৮)।

রোববার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সালাউদ্দিন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. তরিকুল জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় ৮ জন ভর্তি হন বার্ন ইনস্টিটিউটে।চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ১০টার দিকে সালাউদ্দিন নামে আরও একজন মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

গত ৬ ডিসেম্বর রাতে ওই পেট্রোল পাম্পে বিকট শব্দে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় পাম্পে আগুন ধরে গেলে ফিলিং স্টেশনের ৮ কর্মী আহত হন। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন থাকা আবুল খায়ের নামে এক প্রকৌশলী মারা যান।এনিয়ে আহত আটজনের মধ্যে দুইজন মারা গেছেন।আর বাকিদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন আর পাঁচজন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ডা. তরিকুল ইসলাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT