সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৪:১৫ অপরাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৪৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ আটজনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

শনিবার দুপুরে রাজধানীর মিরপুর গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মো. মাহফুজুর রহমান বলেন, ‘সরকার আগামীতে আবারো তামাশার নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য জামায়াতসহ দেশপ্রেমী শক্তির বিরুদ্ধে ক্র্যাকডাউন চালানোর অংশ হিসেবেই প্রতিশ্রুতিশীল ও পরিচ্ছন্ন রাজনীতিক, মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিজেদের নগ্ন, অগণতান্ত্রিক ও বিভৎস চেহারা জাতির সামনে উম্মুক্ত করেছে।’

তিনি বলেন, ‘জামায়াত একটি গণমুখী, গণতান্ত্রিক, সাংবিধানিক ও বৈধ রাজনৈতিক দল। দেশের আর্থ সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। অথচ জামায়াত নেতাদের অন্যায়ভাবে আটক করে তাদের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ তুলছে প্রশাসন। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কল্যাণে রাজনৈতিক, সামাজিক ও আর্থিক ব্যবস্থাপনায় ভূমিকা রেখে আসছে। সেই লক্ষ্যেই বসুন্ধরার বাড়িতে যাকাতের গুরুত্ব শীর্ষক ঘরোয়া আলোচনার আয়োজন করেছিল।’

তিনি বলেন, ‘সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে। দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার, আটক, হয়রানি, এবং একের পর এক হত্যা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের বেআইনিভাবে কারারুদ্ধ করে রেখেছে। সেই ধারাবাহিকতায় মহানগর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ আটক নেতাদের পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।’

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দীন ও আতাউর রহমান সরকার প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT