বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা

প্রকাশিত : ০৫:৫৮ অপরাহ্ণ, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার ১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক ভোটার গাইডলাইনে এ নির্দেশনা দেওয়া হয়।

ভোটার গাইডলাইনে ভোট দেওয়ার নিয়ম, ভোটারের করণীয়, ভোটারের বর্জনীয়, সচেতনতা বার্তা এবং বিশেষ সতর্কতা দেওয়া হয়।

ভোট দেওয়ার নিয়ম

১. প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
২. এককেন্দ্রের ভোটার অন্যকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২. ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে নিতে হবে।
৩. ভোট প্রদানের পূর্বে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

ভোটারের করণীয়

১. শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।
২. আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।
৩. পছন্দের প্রার্থীর নামের পার্শ্বের চারকোনা ঘরে সরবরাহকৃত সাইনপেন দিয়ে ক্রস (×) চিহ্ন দিতে হবে।

ভোটারের জন্য যা বর্জনীয়

১. ভোটদান শেষে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না।
২. ভোটকেন্দ্রে প্রচার-প্রচারণা করা যাবে না।
৩. ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা ভীতি প্রদর্শন করা যাবে না।
৪. ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

সচেতনতা বার্তা

এতে বলা হয়— মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিয়ে রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলুন।

১. ভিন্নমত ও প্রার্থীর প্রতি সহনশীলতা বজায় রাখুন।
২. সময়মতো এসে দায়িত্বশীলভাবে ভোট দিন।
৩. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকুন।
৩. অন্যের ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না।

বিশেষ সতর্কতা

বিশেষ সতর্কতায় বলা হয়, কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দণ্ডিত হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT