যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু
প্রকাশিত : ১০:০৬ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ১১৪ বার পঠিত
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক ধারাকে ক্ষমতার বাইরে রাখতে যথাসময়ে নির্বাচন হবে। কোনো অবস্থায়ই অপরাধীদের রাজনীতির মাঠে আসতে দেওয়া যাবে না। যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে।
শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জাতীয় যুব জোটের তৃতীয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্রের তিন মাত্রার সংগ্রাম করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দুই পক্ষ। তিন মাত্রার সংগ্রামে যারা মিটমাটের কথা বলে তারা মহাদুষ্কর্মকে স্বীকার করে নেয়। হত্যাযজ্ঞকে জায়েজ করতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। একাত্তর-পঁচাত্তরের হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে অমোচনীয় একটা বিভক্তির রেখা টেনে দেয়। এক পক্ষে মহাহত্যাযজ্ঞের দুষ্কৃতকারী রাজাকাররা, আরেক পক্ষে জনগণ এবং মুক্তিযোদ্ধারা। আজ এ পরিস্থিতিতে এ দুই পক্ষের মিটমাটের কথা যারা বলে, তারা কার্যত একাত্তরের খুনিদের পক্ষাবলম্বন করে।
কংগ্রেসের বিশেষ অতিথি জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অস্বাভাবিক কোনো সরকার হতে দেব না। স্বাভাবিকভাবে নিয়ম মেনে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে কংগ্রেসে আরও উপস্থিত ছিলেন- কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও জাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহসভাপতি আফরোজা হক রীনা প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।