বুধবার ০৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভোট নিয়েও অনেক অভিযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩০ পূর্বাহ্ণ, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার ১৭৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের ভোট নিয়ে মার্কিনিদের মাতব্বরির কিছু নেই বলে দাবি করেছেন পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট নিয়েও অনেক অভিযোগ রয়েছে।
মন্ত্রী বুধবার সকালে সিলেট সিটির ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে নির্বাচনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন।

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বিএনপির আমলে প্রচুর ভুয়া ভোট পড়ত। আমরা ইভিএম পদ্ধতি এনে ভুয়া ভোট বন্ধ করে দিয়েছি। ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টি হলে ভোট কেন্দ্রে আসতে সমস্যা হতো। বৃষ্টি না থাকায় পরিবেশ অনেক সুন্দর। মন্ত্রী বলেন, সিলেটের লোকজন একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। দুপুরের পর দেখা যাবে অনেক মানুষ ভোট দিতে আসছেন। তিনি বলেন, যারা হারবেন বা জিতবেন প্রত্যেকের জন্যই শুভ কামনা। আওয়ামী লীগ জেতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT