রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত : ০৮:০৭ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার ১৮১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মেহেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত খোকন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুলের ছেলে।

মামলায় রাষ্টপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) একেএম আসাদুজ্জামান ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

আদালতের পিপি একেএম আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের এক শিশুকে ধর্ষণ করেন শিবপুর গ্রামের খোকন। এ ঘটনায় ওই শিশুর মা বেলি খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। ঘটনার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার পাল আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ সোমবার আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। এছাড়াও রায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামের মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ ধর্ষিতাকে পাঁচ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT