বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১০:৫৮ পূর্বাহ্ণ, ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ৯০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোদনাইল পানির কল এসিআই কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন এ তথ্য জানান।

গ্রেপ্তার মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

র‌্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসাইন জানান, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল এসিআই গেইটের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসান। রাত ৮টার দিকে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারটিতে খোদাই করে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন অবৈধভাবে রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশ্যে বহন করছিল। তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্র নেই। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT