বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

মুক্তি পেলেন শিক্ষার্থীসহ বিএনপি-জামায়াতের ২১৬৩ নেতাকর্মী

প্রকাশিত : ০৮:৩৭ পূর্বাহ্ণ, ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার ৭৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুইদিনে শিক্ষার্থীসহ বিএনপি-জামায়াতের ৮৭৯ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামে ৮৭৯, রাজশাহীতে ৪২০, পাবনায় ৩৫৭, রংপুরে ৩০০, বগুড়ায় ৬০ ও পিরোজপুরে ৪০ জন রয়েছেন। তাদের বরণ করে নিতে করা ফটকে উপচে পড়া ভিড় ছিল। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম : মঙ্গলবার একদিনে জামিনে বের হয়েছেন ৭৪৬ জন। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন ১২৩ জন। চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি বিদ্রোহ নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এদিন জামিনে মুক্তি পাওয়া স্বজনদের উপচে পড়া ভিড় ছিল কারা ফটকে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং নিহত হওয়ার মামলায় ৩১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় এবং জেলায় ৯৮৩ জন গ্রেফতার হয়। এরমধ্যে সিএমপিতে ২৩ মামলায় গ্রেফতার হয় ৫৭৮ জন এবং জেলায় ১১ মামলায় ৪০৫ জন গ্রেফতার করেছিল পুলিশ। এ ছাড়া রাজনৈতিক মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চট্টগ্রাম কারাগারের বন্দিরা নানাভাবে বিদ্রোহ করার চেষ্টা করে আসছে। তারা কারা অভ্যন্তরে প্রতিদিনই নিজ নিজ দলীয় স্লোগান দিয়ে বিক্ষোভ করছে। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

রাজশাহী : শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২০ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার থেকে বুধবার বিকাল সোয়া ৪টা পর্যন্ত এসব বন্দি মুক্তি পান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, আদালত থেকে জামিনের নথি কারাগারে আসার পর তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে বুধবার ৮০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ অন্তত ৫ শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মী গ্রেফতার হয়েছিলেন। এর আগে ৩ আগস্ট মুক্তি দেওয়া হয়েছিল রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল­াহ বলেন, ‘প্রায় সবেই জামিনে মুক্তি পেয়েছেন। অল্প কয়েকজন রয়েছেন তারাও হয়তো আজ জামিনে মুক্তি পাবেন।’

পাবনা : অর্ধশত মামলায় গ্রেফতার বিএনপি ও জামায়াতের ৩৫৭ নেতাকর্মী মুক্তি পেয়েছেন। পাবনা জেলা কারাগার থেকে এসব নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়। পাবনা জেলা কারাগারের সুপার মো. নাছির উদ্দিন প্রধান এ কারামুক্তির সত্যতা নিশ্চিত করেন। এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান পাবনার জেলা বিএনপির অভিভাবক ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রংপুর : ২২ মামলায় গ্রেফতারদের মধ্যে জামিন ও বিশেষ আদেশে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ নেতাকর্মীকে মুক্তি দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া : কোটাবিরোধী আন্দোলনে সহিংসতার পৃথক মামলায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জামায়াত-শিবিরের ১৬৭ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। জামিন লাভকারী অন্যতম কয়েকজন হলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।

পিরোজপুর : জেলা জামায়াতের আমিরসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রবসহ ৯ জন এবং জেলার সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চাঁন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদারসহ ৪০ নেতাকর্মী মুক্তি পেয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT