সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর আলম

প্রকাশিত : ০৬:২৩ অপরাহ্ণ, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার গাজীপুরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তিনি মা ও নিজের মনোনয়নপত্র জমা দেন।

জাহাঙ্গীর প্রস্তাবকারী ও সমর্থনকারীকে সঙ্গে নিয়ে নিজের এবং মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে দুপুর ১২টায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং বেলা ১১টার দিকে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম ও দুপুর ১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩-এর ফোকাল পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদানের শেষ দিন আজ। বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ৯ মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT