মার্চে কাজীপাড়া ও শেওড়াপাড়াসহ মেট্রোরেলের ৪ স্টেশন চালু হচ্ছে
প্রকাশিত : ০৭:১৫ অপরাহ্ণ, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার ১২৪ বার পঠিত
মেট্রোরেলের আরও ৪ স্টেশন চালু হচ্ছে চলতি মার্চ মাসে। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১১ নম্বর ও উত্তরা দক্ষিণ স্টেশনগুলো যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি উন্মুক্ত করা হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বরের স্টেশন এবং চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করা হবে।’
এ দিকে, গতকাল বুধবার পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার মানুষ মেট্রোরেলের সার্ভিস গ্রহণ করেছেন এবং এই সেবা থেকে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে বলেও তিনি জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।