মানুষের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব: সালমা ইসলাম
প্রকাশিত : ০৭:২৫ পূর্বাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার ১০২ বার পঠিত
ঢাকা-১ আসনে লাঙ্গলের প্রার্থী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, এবার আমি নির্বাচিত হলে দোহার-নবাবগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করব। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। আমার স্বপ্ন ও ইচ্ছা রাজধানীর পার্শ্ববর্তী এই দোহার-নবাবগঞ্জকে দারিদ্র্র্যমুক্ত আধুনিক অঞ্চল হিসাবে গড়ে তোলা।
শুক্রবার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের কুমার বাড়িল্লা এলাকায় আতাহার মেম্বারের বাড়িসহ আরও কয়েক স্থানে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট সালমা ইসলাম এ সময় ক্ষুদ্র্র ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। তিনি মানুষের সুখ-দুঃখের কথা শোনেন।
সালমা ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছি। প্রধানমন্ত্রী বলেছেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ ভোটে হস্তক্ষেপ করবে না। আশা করি দোহার-নবাবগঞ্জে সুষ্ঠু ভোট হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, অতীতের মতো আপনারা এবারও আমার পাশে থাকবেন। ভোট দিয়ে যদি আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি একটি সমৃদ্ধিশালী জনপদ হিসাবে দোহার-নবাবগঞ্জকে গড়ে তুলব। আমি আপনাদের বলব, আসুন অবহেলিত দোহার ও নবাবগঞ্জের স্বার্থে এক হয়ে কাজ করি। নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষের সঙ্গে কথা বলার সময় তিনি লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উপস্থিত জনসাধারণের উদ্দেশে সালমা ইসলাম বলেন, বিগত সময়ে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে এই অঞ্চলের উন্নয়নে কাজ করেছি। আপনাদের ভোটে আবারও সংসদ-সদস্য নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সমাপ্ত করব ইনশাআল্লাহ।
সালমা ইসলাম বলেন, আমি আপনাদের কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জকে পদ্মার ভাঙন থেকে রক্ষায় কাজ করব। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আমি একাধিবার বলেছি। আমার কথায় তিনি পদ্মার ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেছেন। দোহারে ভাঙন রোধে এখনো কাজ চলমান রয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম আরও বলেন, অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে নিজের অর্থ খরচ করে বিভিন্ন সময় কাজ করেছি। ভবিষ্যতেও আপনাদের যে কোনো উন্নয়ন কাজে আমাকে পাশে পাবেন। তিনি বলেন, সুযোগ এসেছে দিনবদলের। আপনাদের বলব, নবাবগঞ্জের উন্নয়নের সিদ্ধান্তে আসুন সব বাধা অতিক্রম করি। কোনো নির্দিষ্ট এলাকা নয়, দোহার ও নবাবগঞ্জের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ ভোগ করতে পারে, আমি সেটা নিশ্চিত করব। আমার এলাকার মানুষ যেন সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই সুযোগ তৈরির জন্য আমি সব ধরনের পদক্ষেপ নেব। না হলে আপনারা আগামী পাঁচ বছরের জন্য আবার পিছিয়ে পড়বেন।
বীর মুক্তিযোদ্ধ, যমুনা শিল্প গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সালমা ইসলাম বলেন, আমার স্বামী সব সময় আপনাদের পাশে ছিলেন। আপনাদের সুখে-দুঃখে তিনিও একাত্ম হয়েছেন। তার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আপনাদের সহযোগিতা চাই। আমিও সব সময় যেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, কথা দিচ্ছি আগামীতেও থাকব।
অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, শিল্পায়ন ছাড়া কোনো এলাকার দ্রুত উন্নয়ন হয়নি। দোহার ও নবাবগঞ্জে তেমন কোনো শিল্পকারখানা নেই বললেই চলে। আপনারা আমার পাশে থাকলে আগামী দিনে দোহার-নবাবগঞ্জে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়তে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করা হবে। এর ফলে এই অঞ্চলের মানুষ প্রবাসে নয়, দেশেই চাকরি করতে পারবে। হাতে কাজ পাবে অসংখ্য নারী ও পুরুষ। দূর হবে বেকারত্ব ও দরিদ্রতা। এলাকাবাসী গ্যাসলাইন স্থাপনে অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। বলেন, এর জন্য প্রয়োজনে ব্যক্তিগত অর্থ বিনিয়োগ করা হবে।
সালমা ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়মুক্ত করে গুণিজনদের নিয়ে কাজ করব। নারীদের ক্ষমতায়নে সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি আমি নিজেও সহায়তা করব। দোহার-নবাবগঞ্জে সেতু, সড়ক, কালভার্ট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চাই। আমি আপনাদের মুখে হাসি ফোটাতে বারবার ছুটে আসি। একবার ভাবুন, আপনাদের ও এই এলাকার উন্নয়নের জন্য যারা বিগত সময়ে মন্ত্রী, এমপি হয়েছেন তারা কতটুকু সময় দিয়েছেন। কতটুকু কাজ করেছেন। আমি আশা করব, এবার আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান হোসেনসহ মহিলা পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টির জেলা-উপজেলা ও বারুয়াখলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা। সালমা ইসলাম একইদিন জয়কৃষ্ণপুর ইউনিয়নের শংকরদিয়া, কুঠুরী ও ঘোশাইল এবং দোহারের নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর বাজারে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করে নেতাকর্মীসহ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লাঙ্গল প্রতীকের নির্বাচনি সমন্বয়ক শামীম ইসলাম এদিন নবাবগঞ্জের কৈলাইল বাজারে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালী উৎসবে সহস াধিক নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, নবাবগঞ্জের মানুষ আমার বাবা-মায়ের আত্মার বন্ধনে আবদ্ধ। তাদের পাশে থেকে আমি আগামী দিনে কাজ করতে চাই। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে আপনারা যেভাবে সম্মান করেছেন, ভালোবেসেছেন সেভাবে আমিও আপনাদের আদর-স্নেহে নবাবগঞ্জবাসীর পাশে থাকতে চাই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে আমার মা সালমা ইসলামকে ভোট দিয়ে দোহার-নবাবগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণে সহায়তা করুন। এ সময় তিনি ইছামতি নদীপারের একাধিক এলাকায় লাঙ্গলের পক্ষে লিফলেট বিতরণ করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।