বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত : ১০:০৬ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে মসজিদে নামাজ পড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী ও আহারগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ফারুক মিয়া, আশিক মিয়া, আব্দুল মনাফ, মইনুল হক, তাজিদুল ইসলাম, রমজান আলীসহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গ্রাম দুটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারে উপজেলার কামরাঙ্গী গ্রামের সাবেক ইউপি সদস্য কয়েছ মিয়ার অনুসারীদের সঙ্গে আহারগাঁও গ্রামের ছোরাব আলীর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এসব বিষয়ে আদালতে উভয় পক্ষের একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।

ঘটনার দিন আসরের নামাজের সময় কামরাঙ্গী গ্রামের স্থানীয় জামে মসজিদে নামাজ পড়া নিয়ে কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জের ধরে ইফতারের আগেই এক দফা সংঘর্ষ ঘটে। এরপর দুই গ্রামের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদ সংলগ্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

ওসি খান মো. মাইনুল জাকির জানান, আসরের নামাজের সময় এক পক্ষের লোকজন অন্য পক্ষের এক কিশোরকে মসজিদে আসতে নিষেধ করেন। সেখান থেকেই সংঘর্ষের ঘটনায় গড়ায় পরিস্থিতি। এখনও কাউকে এ ঘটনায় আটক করা হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT