সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে হবে’

প্রকাশিত : ০৭:২৭ পূর্বাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটারদের ভোট দিতে উৎসাহ করতে হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিত নিশ্চিত করে জাতীয় পার্টির প্রার্থীদের জয়লাভ করাতে হবে।

তিনি বলেন আমি খুব আশাবাদী জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার দাওয়াত দিতে হবে।

শুক্রবার রাতে সিলেট-৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক হুইপ সাবেক এমপি সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলার নালবহর গ্রামে তার নিজ বাসভবনে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা করেন সেলিম উদ্দিন। এতে সভাপতির করেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি শামসুল হক।

শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, হুমায়ুন রশীদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, বিয়ানীবাজার জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী শফর উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপপু, ফয়েজ উদ্দিন লোদী, আব্দুল মতিন বেলাল, হাজী মোছাব্বির আলী, শরীফ আহমদ, জিয়াউর রহমান, আজিম উদ্দিন, রুবেল আহমদ, নজমুল ইসলাম, এবাদ উদ্দিন, ময়নুল হক নজমুল, মাহবুব খান, আব্দুল হক, নূর ও আব্দুর রব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT