রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের কমিউনিস্ট পার্টির নেতা হত্যার প্রতিবাদে সভা

প্রকাশিত : ১০:২৫ পূর্বাহ্ণ, ১৯ জুলাই ২০২৫ শনিবার ৫২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সাধারণ সম্পাদক মাওবাদী নেতা শহীদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতেই অপারেশন কাগারে (ধরে নিয়ে হত্যা) শহীদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ কমরেড বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ এবং প্রতিবাদসভা শুরু হয়।

মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্য সচিব আফজালুল বাশার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সদস্য সৈয়দ আবুল কালাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক নাঈম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ভারতে অভিযান অপারেশন কাগারের মাধ্যমে মাওবাদী রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হচ্ছে। গত বছরের জানুয়ারি থেকে চালিত এই সামরিক অভিযান দ্বারা ৪০০ জনেরও অধিক মাওবাদী নেতাকর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হয়েছে। ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায় এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, মাওবাদীদের নেতৃত্বে আদিবাসীদের জল-জমি-জঙ্গল রক্ষার আন্দোলন গড়ে উঠেছে। সরকার তাদের এই ন্যায্য আন্দোলনকে কঠোর হস্তে দমন করে, আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করার স্বার্থেই একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

মোদি সরকার কর্তৃক চালিত এই সামরিক অভিযান অবিলম্বে অপারেশন কাগার বন্ধ করার দাবি ও ভারতসহ সারা বিশ্বের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT