বেইলি রোডের আগুনে দুই সন্তানসহ লাশ হলেন মা
প্রকাশিত : ০৬:৫০ পূর্বাহ্ণ, ১ মার্চ ২০২৪ শুক্রবার ১০৩ বার পঠিত
মেয়ে আর্দিতা (১২) ও ছেলে সানের (৭) রেস্টুরেন্টে খাওয়ার বায়নায় সন্ধ্যায় রাজধানীর শান্তিবাগের বাসা থেকে বের হন পপি (৩০)। বেইলি রোডের গ্রীন কজি কট শপিংমলের এক রেস্তরায় খেতে গিয়ে
সবাই লাশ হয়েছেন তারা।
বৃহস্পতিবার রাত দেড়টায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায় পপির মা বাসনাকে।
আহাজারি করে বলছিলেন, আমি কি পাপ করেছি যে এত বড় শাস্তি পেলাম। সব শেষ হয়ে গেলো।
তিনি মর্গের সামনের ফ্লোরে বসে বার বার বলছিলেন, লাশ যেনো না লুকায়। আমি লাশটা যেন পাই।
তার সঙ্গে থাকা স্বজনেরা জানান, আগুনের শুত্রপাত হলে পপি তার স্বামী শিপন পোদ্দারকে ফোন করে জানান। এরপর আর কোন সন্ধান না পেয়ে ছুটে আসেন ঢামেক হাসপাতালে।
ঢামেক মর্গের সামনে এমন অসংখ্য স্বজনকে আহাজারি করতে দেখা যায়। কারো ভাই কারো বোনের লাশের সন্ধানে এসেছেন তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























