বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ

প্রকাশিত : ০৯:৪৮ অপরাহ্ণ, ১ এপ্রিল ২০২৪ সোমবার ১৪৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আন্তর্জাতিক বাজারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে স্বর্ণ। সোমবার আরেক নজির স্থাপন করেছে ধাতুটি। এদিন প্রতি আউন্সের দাম উঠেছে ২২৬৫ ডলারে। বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ। খবর সিএনবিসির

প্রতিবেদনে বলা হয়, আগামী মে অথবা জুনে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২২৬৫ ডলার ৫৩ সেন্টে। বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে কখনো এতো দাম দেখেননি বিশ্ববাসী। দিনের শুরুতে যা ছিল ২২৬০ ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বাজার বিশ্লেষক জোসেফ কাভাটনি বলেন, আমি মনে করি, স্বর্ণের জন্য এখন সত্যিকার অর্থেই রোমাঞ্চকর সময়। নেপথ্য কারণ ফেডের সুদহার হ্রাসের জোরাল সম্ভাবনা। ব্যবসায়ীরা শক্তভাবে ধারণা করছেন, এবার সুদের হার কমাবেই ফেড।

তিনি বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বিদ্যমান। প্রতিটি দেশে মূল্যস্ফীতি চড়া রয়েছে। সেই সঙ্গে মার্কিন ডলারের মান কমেছে। ফলে রিজার্ভে বৈচিত্র্য আনার তৎপরতা চালাচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে স্বর্ণ কেনা বাড়িয়েছে তারা। আর এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বৃদ্ধির মুখ্য কারণ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT