মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের এক যুগ পর গোপন কথা ফাঁস করলেন কারিনা

প্রকাশিত : ০৯:১৮ পূর্বাহ্ণ, ২৩ আগস্ট ২০২৩ বুধবার ১১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এ দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে দুই পুত্র। তাদের সাড়ে ৬ বছর বয়সী বড় ছেলের নাম তৈমুর আলী খান, ২ বছর বয়সী ছোট ছেলের নাম জেহ আলী খান।

২০১২ সালে বিয়ে করেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। দাম্পত্যের বয়স প্রায় এক যুগ। এতগুলো বছর পার করলেও রান্নাঘরে পা রাখেননি কোনোদিন পা রাখেননি কারিনা। রান্নাবান্না একেবারেই পারেন না তিনি।

খানিকটা অকপটেই কারিনা স্বীকার করেন, পানি পর্যন্ত নাকি গরম করতে পারেন না। তাই সাইফের মতো স্বামী পেয়ে ভাগ্যবতী মনে করছেন নিজেকে।

কারিনা এবং সাইফ দুজনেই অভিনয় জগতের মানুষ। এর মধ্যে থেকে সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান। বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ যেমন অটুট, তেমনই ব্যক্তিগত ভাবেও বদলাননি করিনাও। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কারিনা। সেখানেই তার দাম্পত্যের অজানা এই দিক তুলে ধরেন তিনি।

কারিনা জানান, সপ্তাহান্তে কোনো কাজ না রাখার চেষ্টা করেন সাইফ। দুই ছেলে তৈমুর ও জেহের সঙ্গে সময় কাটান। রান্নাবান্না করেন, ছেলেদের সঙ্গে খেলাধুলা করেন।

কারিনার কথায়, সাইফ অসম্ভব ভাল রান্না করে। আমি গর্বিত এমন একজনকে স্বামী হিসাবে পেয়ে। কিন্তু আমার ভরসা ফুড অ্যাপ। ঠিক করে জল গরমও করতে পারি না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT