নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, যেহেতু নেপালে বিমানবন্দর বন্ধ, আবার দূতাবাসের তরফেও বাংলাদেশ ও নেপাল দুই দেশ থেকেই যাতায়াত না করার নির্দেশনা দেয়া হয়েছে, তাই আমরা দুপুর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল মঙ্গলবার ডাইভার্ট হওয়া ফ্লাইটটি বুধবার সকালে পরিচালনা করার। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। যদি দুপুরের পর বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার হয়, তাহলে পরবর্তীকালে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
দুদিন ধরে জেন-জিদের সহিংস বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েক মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। সহিংস বিক্ষোভ ছড়িয়েছে গোটা নেপালে।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT