বিমানবন্দরে স্বর্ণের বার ও চেইনসহ বেবিচকের গাড়িচালক গ্রেফতার
প্রকাশিত : ১০:০৮ অপরাহ্ণ, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৩৪ বার পঠিত
ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বার ও ৫০টি চেইনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সালেকুজ্জামান নামের ওই গাড়ি চালককে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে গ্রেফতার করে।
বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গাড়িচালক বিমানবন্দরের ২১ নম্বর গেট ব্যবহার করে টার্মিনালের ভেতরে প্রবেশ করেন। এরপর ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণের বার ও চেইনগুলো সংগ্রহ করেন। এসব স্বর্ণ নিয়ে তিনি কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার চলাফেরা ও আচরণ দেখে এপিবিএনের গোয়েন্দা দলের সন্দেহ হয়। পরে গ্রিন চ্যানেল পেরিয়ে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশির শুরু করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন।
তিনি আরও জানান, প্রতিটি ৯৯.৯৬ গ্রাম করে পাঁচটি বারের ওজন প্রায় আধা কেজি এবং চেইন ও ব্রেসলেটের ওজন ৩২৩ দশমিক ৯০ গ্রাম। সবমিলে তার কাছ থেকে পাওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























