বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেন- ০১
প্রকাশিত : ১১:২৪ অপরাহ্ণ, ৪ জুলাই ২০২৫ শুক্রবার ৩০ বার পঠিত
মোঃ রাছেল রানা, কুষ্টিয়া : আজ ০৪ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায়, হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেন- ০১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ক্বারী নাজিম উদ্দিন মডেল মাদরাসা ও এতিমখান, মিরপুর আদর্শপাড়া, কুমারখালী, কুষ্টিয়া। একশত জন শিক্ষার্থীর বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেন- ০১ অনুষ্ঠানটি হয়। উক্ত অনুষ্ঠানে একশত জনকে বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং পরবর্তীতে সকলের মাঝে স্মার্ট কার্ড বিতারণ করা হবে। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ) কুষ্টিয়া। ডিস্ট্রিক পলিসি ফোরাম হচ্ছে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত পিফরডি প্রকল্পের অধিন গঠিত একটি স্বেচ্ছাসেবী ফোরাম (ডিপিএফ)। হিউম্যানিটি ফাউন্ডেশন এর সভাপতি মোঃ রাছেল রানা’র সভাপতিত্বে বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেন- ০১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিানটি পরিচালনা করেন হিউম্যানিটি ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা, তিনি রক্তদানে উৎসাহিতকরণ সর্ম্পকে বিভিন্ন দিক তুলেধরে আলোচনা করেন। উপস্থিত সদস্য বৃন্দুগন রক্তদানে উৎসাহিতকরণ সর্ম্পকে বিষদ আলোচনা করেন। বেশ কয়েক জন বক্তা রক্তদানে উৎসাহিতকরণ সর্ম্পকে সুন্দর ভাবে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ শাহিনুর রহমান, উপদেষ্টা মোঃ ইউনুচ আলী, মোঃ সুমন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা, সাধারন সদস্য মোঃ শাকিবুল হাসান, সাংবাদিক মোঃ তামিমুর রহমান, শুকুমার বিশ্বাস, ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ) কুষ্টিয়া এর সাধারণ সদস্য মোঃ রাছেল রানা, ক্বারী নাজিম উদ্দিন মডেল মাদরাসা ও এতিমখান সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রধাণ শিক্ষক মোঃ ফরহান হোসেনসহ সকল শিক্ষকগণ। এছাড়া আর ও উপস্থিত ছিলেন এলাকার সুশিল সামাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ক্বারী নাজিম উদ্দিন মডেল মাদরাসা ও এতিমখান ছাত্রবৃন্দু।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।