বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিটিসিএল কর্মচারী বদলির আদেশে প্রতিমন্ত্রী পলকের নাম ব্যবহার

প্রকাশিত : ০৭:৫৩ পূর্বাহ্ণ, ২৮ মে ২০২৪ মঙ্গলবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নাটোরের সিংড়ায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবন এলাকায় সার্বক্ষণিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড)।

এজন্য বিটিসিএলের এক ওয়্যারম্যানকে বদলির আদেশ দিয়ে রাজশাহী থেকে নাটোরে পাঠানো হয়েছে।

বদলির আদেশপ্রাপ্ত রফিকুল ইসলাম জুয়েল রাজশাহীতে বিটিসিএলের ডিজিএম কার্যালয়ে কনিষ্ঠ ওয়্যারম্যান পদে কর্মরত।

সোমবার তার নাটোরে বিটিসিএলের সহকারী ব্যবস্থাপকের কার্যালয়ে যোগদানের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে পারেননি। মঙ্গলবার তিনি যোগদান করবেন।

জুয়েল রাজশাহী মহানগর শ্রমিক লীগের সহসভাপতি। বিটিসিএল রাজশাহীর উপমহাব্যবস্থাপক (টেলিকম) সাদিকুর রহমান মাবুদ স্বাক্ষরিত অফিস আদেশে একথা বলা হয়।

এদিকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুসফিকুর রহমানও সাড়া দেননি। তবে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার প্রসঙ্গে তার রাজনৈতিক পিএ রুহুল আমিন বলেন, বিটিসিএলকে এ ধরনের কোনো ডিওলেটার বা মৌখিক নির্দেশনা দেননি প্রতিমন্ত্রী। এমনকি তিনি বিষয়টি জানেনও না। সরাসরি তার নাম ব্যবহার অনুচিত হয়েছে। বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করা হবে।

অপরদিকে বিটিসিএল রাজশাহীর উপমহাব্যবস্থাপক (টেলিকম) সাদিকুর রহমান মাবুদ বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের নির্দেশনা ছাড়া তিনি নিজেই তার নাম ব্যবহার করেছেন। ভুল হয়ে থাকলে সংশোধন করে আরেকটি আদেশ জারি করবেন। তবে এই বদলি দাপ্তরিক প্রয়োজনে করা হয়েছে।
জানা যায়, জুয়েলের বদলির আদেশে প্রতিমন্ত্রী পলকের নাম ব্যবহার করায় চটেছেন মহানগর শ্রমিক লীগের নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একাধিক কর্মকর্তা জানান, কয়েক মাস আগে চিফ জেনারেল ম্যানেজারের শালবাগান কার্যালয়ের সীমানাপ্রাচীর ধসে পড়ে। টেন্ডার ছাড়া পছন্দের ঠিকাদারকে দিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা খরচ করে পুরোনো ইট দিয়ে সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ করা হয়।

কিন্তু সম্পূর্ণ নতুন প্রাচীর দেখিয়ে বিল তোলা হয়েছে। এতে বিএটিএলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে প্রাচীর-কাণ্ড ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কে জুয়েলকে প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে বদলি করা হয়েছে বলেও অভিযোগ। শুধু জয়েলই নয়, আরও ৩ গাড়ি চালকের প্রেষণাদেশও সোমবার হঠাৎ করে বাতিল করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT