বিএনপি-জামায়াতের হরতালে ৯২টি গাড়িতে আগুন
প্রকাশিত : ০৮:২১ পূর্বাহ্ণ, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার ১১২ বার পঠিত
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচীতে ৯২টি গাড়িতে অগ্নিসংযোগ ও ২০০টি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এসব গাড়িতে হামলা হয় বলে জানায় সংগঠনটি। বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ উপেক্ষা করে বুধ ও বৃহস্পতিবার গাড়ি চালানোয় মালিক ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আগামীতে বিএনপি-জামায়াত নতুন কর্মসূচী দিলে তখনও গাড়ি চালাতে মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান।
একইসঙ্গে তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হরতাল-অবরোধের সময়ে গাড়ি চলাচলে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।