বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামান গ্রেফতার
প্রকাশিত : ০৬:৩৫ পূর্বাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ১৫১ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কামাল জামান মোল্লাকে গ্রেফতার করে ডিবি। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। মামলার পর তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।