বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে খুঁজে পেতে জাবি অধ্যাপকের আকুতি

প্রকাশিত : ০৫:২৬ পূর্বাহ্ণ, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার ২৮৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিখোঁজ পিতাকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক উবাইদুর রহমান সিদ্দিকী। বুধবার সকাল ১০টায় রাজধানীর আরামবাগে তার মেয়ের বাসা থেকে পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সফিজ উদ্দিন বের হয়ে আর ফিরে আসেননি।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সফিজ উদ্দিনের বয়স ৮১ বছর। তিনি আরামবাগের নটরডেম কলেজ সংলগ্ন বাসা থেকে হারিয়ে যান। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং গুছিয়ে কথা বলতে পারেন না। উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। তার পড়নে ছিল, টুপি, নীল রঙের ফতুয়া ও একই রঙের লুঙ্গি।

অধ্যাপক উবাইদুর রহমান সিদ্দিকী বলেন, তিনি সাভারের অরুনাপল্লীর বাসার ঠিকানাও বলতে পারেন না। তবে স্থায়ী ঠিকানা হয়তো বা বলতে পারবেন। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের দৌলতপুর থানার লাউতারা গ্রাম।

এছাড়া মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ মতিয়ার রহমান ও আবুল কালাম আজাদের সঙ্গেও যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT